• ঢাকা

  •  শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

জেলার খবর

তারাকান্দা উপজেলার চেয়ারম্যান হলেন অ্যাড. ফজলুল

নিউজ ডেস্ক:

 প্রকাশিত: ০৯:১৯, ১৩ জুন ২০২৩

তারাকান্দা উপজেলার চেয়ারম্যান হলেন অ্যাড. ফজলুল

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুল হক।

সোমবার (১২ জুন) রাত ১১টার দিকে তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজাবে রহমত এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট ফজলুল হক পেয়েছেন ২৬ হাজার ৭৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান সরকার বকুল ঘোড়া প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৯৬৯ ভোট।

উপজেলায় মোট ভোটার ২ লাখ ৫৯ হাজার ৪ জন এবং ভোটকেন্দ্র ১০৪টি। নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দুজন। নির্বাচনে ভোট পড়েছে ২০ দশমিক ৭১ শতাংশ।

জুন ১৩, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: