• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

জেলার খবর

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটাপড়ে বৃদ্ধার মৃত্যু

রুহিয়া প্রতিনিধি:

 প্রকাশিত: ০৮:৪৪, ২২ জুন ২০২৩

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটাপড়ে বৃদ্ধার মৃত্যু

প্রতীকী ছবি

রুহিয়া (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ঘনিমহেশপুর গ্রামে ট্রেনে কাটাপড়ে রহিমা খাতুন (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বুধবার (২১ নভেম্বর) দুপুরে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটাপড়ে ওই বৃদ্ধার মৃত্যু হয়।

রহিমা খাতুন ১নং রুহিয়া ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত দারাজউদ্দীনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে রহিমা খাতুন রেললাইনের পাশ দিয়ে যাচ্ছিলেন। পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটাপড়ে ওই বৃদ্ধার মৃত্যু হয়।

খবর পেয়ে পরিবারের লোকজন বৃদ্ধার খন্ডিত দেহ উদ্ধার করে নিয়ে যায়।

রুহিয়া থানা ও দিনাজপুর জিআরপি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

রুহিয়া রেল স্টেশন মাস্টার মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস বেলা ১টায় রুহিয়া রেল স্টেশন ছেড়ে যায়। তার তিন মিনিট আগে ট্রেনে কাটা পড়েন ওই বৃদ্ধা। তাৎক্ষনিকভাবে দিনাজপুর জিআরপি থানায় অবগত করা হয়েছে।

জুন ২২, ২০২৩

মোঃ দুলাল হক/এবি/

মন্তব্য করুন: