• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

জেলার খবর

রুহিয়ায় গাঁজাসহ মাদককারবারি আটক

রুহিয়া প্রতিনিধি:

 প্রকাশিত: ২১:৫১, ২৬ জুন ২০২৩

রুহিয়ায় গাঁজাসহ মাদককারবারি আটক

রুহিয়া (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে এক কেজি গাঁজাসহ নাছিরুল ইসলাম (৩১) নামে এক মাদকব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৫ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানার নির্দেশনায় উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম, আবু হানিফ মন্ডল ফোর্স নিয়ে ১৪নং রাজাগাঁও ইউনিয়নের দানোভিটা এলাকায় নাছিরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে এক কেজি গাঁজা ও গাঁজা বিক্রয়ের নগদ এক হাজার ১০০ টাকা সহ তাকে আটক করা হয়।
 
আটক নাছিরুল ওই এলাকার নাওসেদ আলীর ছেলে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নাছিরুল ইসলাম ও পলাতক আসামী সিদ্দিক আলী (৩০) আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে।

সোমবার সকালে নাছিরুলকে আদালতে সোপর্দ করা হয়।

রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, আটক ব্যক্তি পেশাদার মাদকব্যাবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রুহিয়া থানার বিভিন্ন  এলাকায় সরবরাহ করে আসছিল।
 
জুন ২৬, ২০২৩

দুলাল হক/এবি/

মন্তব্য করুন: