• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

জেলার খবর

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা করায় পাল্টা মামলায় সাংবাদিক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক:

 প্রকাশিত: ১৩:৩২, ২ জুলাই ২০২৩

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা করায় পাল্টা মামলায় সাংবাদিক গ্রেপ্তার

প্রতীকী ছবি

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাটের সাংবাদিক আবদুল জাহির মিয়ার ওপর হামলার ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সায়েম মিয়াসহ দুজনের বিরুদ্ধে আদালতে মামলা করার ২৪ ঘণ্টার মধ্যে বাদীসহ দুই সাংবাদিকের বিরুদ্ধে পাল্টা চাঁদাবাজির মামলা করেছেন ছাত্রলীগের এক কর্মী। আর এই মামলায় গ্রেপ্তার হয়েছেন আহত সাংবাদিক আবদুল জাহিরের বন্ধু ও স্থানীয় সাংবাদিক আবদুর রাজ্জাক।

গত বৃহস্পতিবার ঈদুল আজহার রাতে চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের কর্মী মহিবুর রহমান চুনারুঘাট থানায় গিয়ে মামলাটি করেন। 

মামলায় ওই রাতেই আবদুল জাহিরের বন্ধু ও স্থানীয় সাংবাদিক আবদুর রাজ্জাককে (৪০) বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাঁকে হাতকড়া পরানো অবস্থায় থানার সামনে দাঁড় করিয়ে ছবি তোলা হয়।

মামলার অভিযোগ ও সাংবাদিক আবদুল জাহিরের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি সাতছড়ি বনের গাছ পাচার নিয়ে দৈনিক সিলেট পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ নিয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সায়েম মিয়া তাঁর ওপর ক্ষিপ্ত হন। ২৩ জুন দুপুরে চুনারুঘাট উপজেলার চণ্ডীছড়া মাজারের সামনে সায়েমের নেতৃত্বে তাঁর ওপর হামলা হয়। আহত অবস্থায় ওই দিন রাতে থানায় অভিযোগ দিতে গেলে ফের তাঁর ওপর হামলা করেন অভিযুক্ত ছাত্রলীগ নেতারা।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে সাংবাদিক আবদুল জাহির ২৫ জুন হবিগঞ্জ দ্রুত বিচার ট্রাইব্যুনালে অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে একটি মামলার আবেদন করেন। আদালত মামলাটি এফআইআর হিসেবে রেকর্ড করার জন্য চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। ২৭ জুন মামলাটি থানায় রেকর্ড হয়।

ওই মামলার ২৪ ঘণ্টা পার না হতেই ঈদের দিন রাতে মামলার বাদী সাংবাদিক আবদুল জাহির মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন ছাত্রলীগ কর্মী মহিবুর রহমান। এই মামলায় আরও আসামি করা হয় একই উপজেলার বনগাঁও গ্রামের বাসিন্দা ও স্থানীয় সাংবাদিক আবদুর রাজ্জাককে। তিনি দৈনিক খোলা কাগজ পত্রিকার চুনারুঘাট উপজেলা প্রতিনিধি ও উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি। আবদুর রাজ্জাককে বৃহস্পতিবার দিনগত ভোর রাতে চুনারুঘাট থানার পুলিশ তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি কারাগারে আছেন।

সাংবাদিক আবদুল জাহির মিয়া সংবাদমাধ্যমকে বলেন, গাছ পাচার নিয়ে প্রতিবেদন করায় ছাত্রলীগ নেতা সায়েম ক্ষিপ্ত হয়ে তাঁর ওপর পরপর দুবার হামলা করেন। এ ঘটনায় থানায় মামলা করতে গেলেও পুলিশ তা গ্রহণ করেনি। পরে তিনি হবিগঞ্জ দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা করেন। এ মামলার পর পরই ক্ষুব্ধ ছাত্রলীগ নেতারা তাঁর ওপর মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়েছেন। এ মামলায় আরো আসামি করা হয় তাঁর বন্ধু সাংবাদিক আবদুল রাজ্জাককে। মামলার বাদী মহিবুর রহমান ছাত্রলীগের একজন কর্মী। মামলা করার কিছুক্ষণ পরেই আবদুল রাজ্জাককে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলায় গ্রেপ্তার হওয়া আবদুর রাজ্জাককে পুলিশ চুনারুঘাট থানার সামনে দাঁড় করিয়ে হাতকড়া পড়িয়ে ছবি তোলায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন স্থানীয় সাংবাদিকেরা। 

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম মোস্তফা শনিবার দুপুরে সংবাদমাধ্যমকে বলেন, গ্রেপ্তার আবদুর রাজ্জাকের বিরুদ্ধে ফৌজদারি আইনের ৪৪৭/৪৪৮/৩২৩/৩৮৫/৩৮৬/৫০৬/৩৪ ধারায় মামলা হয়েছে।

জুলাই ২, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: