• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

জেলার খবর

সুনামগঞ্জে নৌকা ডুবে ৩ ভাই-বোনের মৃত্যু

অনলাইন ডেস্ক:

 প্রকাশিত: ২০:১৩, ২ জুলাই ২০২৩

সুনামগঞ্জে নৌকা ডুবে ৩ ভাই-বোনের মৃত্যু

সুনামগঞ্জ: সুনামগঞ্জে‘দেখার’ হাওরে নৌকাডুবিতে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। রবিবার (২ জুলাই) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার গোবিন্দপুরে এই দুর্ঘটনা ঘটে। 

মারা যাওয়া তিন শিশু হলো গোবিন্দপুর গ্রামের দিনমজুর সোহেল মিয়ার মেয়ে ফারজানা আক্তার (১৩), মারজানা আক্তার (৮) ও ছেলে রবিন আহমদ (৪)।

লক্ষ্মণশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওদুদ জানান, উপজেলার গোবিন্দপুর গ্রামের দিনমজুর সুহেল মিয়ার বাড়ির চারপাশে পানি চলে আসায় চার ছেলে-মেয়েকে ছোট নৌকায় অন্যদের বাড়িতে পাঠান। যাওয়ার পথে নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা বড় ভাই সাতার কেটে পাড়ে উঠলেও তিন ভাই-বোন ডুবে যায়। পরে গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গোবিন্দপুরে তিন ভাই-বোন পানিতে ডুবে মারা গেছে। বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জুলাই ২, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: