যশোরে বাস-অটোরিকশা সংঘর্ষে ৭ জন নিহত
যশোর: যশোর সদর উপজেলার খাজুরা এলাকায় বাসচাপায় ইজিবাইকের সাত যাত্রী নিহত হয়েছেন। এদের মধ্যে তিনজন একই পরিবারের। দূর্ঘটনায় বাসটি উল্টে গেছে।
শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা পৌণে ৭টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহতদের মধ্যে একই পরিবারের যে তিনজন রয়েছেন তাদের বাড়ি যশোর সদরের সুলতানপুর গ্রামে।
নিহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন, ইজিবাইকচালক যশোর সদরের সুলতানপুরের সাইফুলের ছেলে ইমরান হোসেন (২৭), বাঘারপাড়ার যাদবপুরের হেলালের জমজ দুই ছেলে হোসেন ও হোসাইন (২), তার মেয়ে খাদিজা (৭), একই গ্রামের বাবুল মুন্সির স্ত্রী ফাহিমা খাতুন (৩০)। অন্য দুই জনের পরিচয় জানার চেষ্টা চলছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, লেবুতলায় সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালকসহ সাতজন নিহত হয়েছেন।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ মোহাম্মদ আলী হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় এক মুদিদোকানি বলেন, যশোর থেকে একটি ইজিবাইক সাত যাত্রী নিয়ে লেবুতলা বাজারের দিকে যাচ্ছিলো। তেতুলতলা নামক স্থানে পৌঁছালে মাগুরাগামী এক বেপরোয় বাস ইজিবাইকটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৬ জন মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মৃত্যু হয়।
জুলাই ৭, ২০২৩
এসবিডি/এবি/
মন্তব্য করুন: