• ঢাকা

  •  সোমবার, জানুয়ারি ৬, ২০২৫

জেলার খবর

নেত্রকোনায় বাস-অটোরিকশা সংঘর্ষে বাবা-ছেলে নিহত, মাসহ আহত ৪

অনলাইন ডেস্ক:

 প্রকাশিত: ১০:১১, ১০ জুলাই ২০২৩

নেত্রকোনায় বাস-অটোরিকশা সংঘর্ষে বাবা-ছেলে নিহত, মাসহ আহত ৪

নেত্রকোনা: ময়মনসিংহ থেকে আটপাড়ায় খালুশ্বশুড়ের বাড়ি যাওয়ার পথে নেত্রকোনায় বাসচাপায় সিএনজিতে থাকা বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ সময় মাসহ আরো চারজন আহত হয়েছেন। 

রবিবার (৯ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের সাকুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন - সিরাজগঞ্জ জেলার শাহবাজপুরের কামারউড়া গ্রামের আবুল হাশেম ওরফে আলাউদ্দিন (৪৫) ও তার ছেলে বনি আমিন (১২)।

আহতরা হলেন - আবুল হাশেমের স্ত্রী রুবিয়া আক্তার (৪০), মেয়ে আয়েশা আক্তার (১৪), ফাতেমা আক্তার (২) ও ছেলে আদম আলী (৮)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আবুল হাশেম তার পরিবারকে সঙ্গে নিয়ে ময়মনসিংহ থেকে সিএনজিতে করে নেত্রকোনার আটপাড়ায় খালুশ্বশুরের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। বিকেল পৌনে পাঁচটার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের সাকুয়া বাজার এলাকায় পৌঁছালে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ছেলে বনি আমিন নিহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবুল হাসেম মারা যান। অন্যরা ওই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। 

তবে আহত সিএনজিচালক প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতালে নাম রেজিস্ট্রেশন না করে পালিয়ে যান।

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক জানান, বাস ও অটোরিকশা সংঘর্ষে দুইজন মারা গেছেন। নিহতদের মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। চালকরা পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে।

জুলাই ১০, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: