বারহাট্টায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত
নেত্রকোনা: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ইটবোঝাই একটি ট্রাক উল্টে খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন - সদর উপজেলার বাহিরচাপড়া গ্রামের আবু বক্করের ছেলে হৃদয় মিয়া (২২) ও রতন মিয়ার ছেলে ইমন মিয়া (২১)।
মঙ্গলবার (১১ জুলাই) সকালে উপজেলার নিশ্চিন্তপুর এলাকার ঠাকুরাকোনা-কলমাকান্দা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, সকাল ছয়টার দিকে নেত্রকোনা থেকে ইটবোঝাই একটি ট্রাক কলমাকান্দার উদ্দেশে যাচ্ছিল। ট্রাকটি ঠাকুরাকোনা-কলমাকান্দা সড়কে বারহাট্টার নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের চালক ও দুজন শ্রমিক দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও ট্রাকের ওপরে থাকা দুই শ্রমিক চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন।
খবর পেয়ে বারহাট্টা থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় নিহতদের মরদেহ উদ্ধার করে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা সংবাদমাধ্যমকে বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত শ্রমিকদের মরদেহ হস্তান্তর করা হয়েছে। ট্রাকের চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা হবে।
জুলাই ১১, ২০২৩
এসবিডি/এবি/
মন্তব্য করুন: