• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

জেলার খবর

রুহিয়ায় নৈশপ্রহরী ও ভাড়াটিয়াকে বেঁধে ডাকাতি

রুহিয়া প্রতিনিধি:

 প্রকাশিত: ২১:২৯, ১২ জুলাই ২০২৩

রুহিয়ায় নৈশপ্রহরী ও ভাড়াটিয়াকে বেঁধে ডাকাতি

ছবি: সময়বিডি.কম

রুহিয়া (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় নৈশপ্রহরী ও ভাড়াটিয়াকে বেঁধে রেখে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল বাড়ির সবাইকে জিম্মি করে নগদ টাকা স্বণাংলংকার-সহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

মঙ্গলবার (১২ জুলাই) দিনগত রাত ২টার দিকে রুহিয়া থানার অন্তর্গত উত্তরা বাজারে ব্যবসায়ী মোশারুল ইসলামের বাড়িতে ৮-১০ জনের একদল ডাকাত হানা দেয়। এ সময় পরিবারের সবাইকে জিম্মি করে ভাড়াটিয়া প্রভাস রায়ের ঘরের দুইটি আলমারি ভেঙ্গে প্রায় নগদ ৭০ হাজার টাকা দুই ভরি স্বর্ণ ও ২০ ভরি রুপা লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে রাত ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন।

রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল পুলিশ, ডিবি, পিবিআই পরিদর্শন করেছে। ডাকাতি হওয়া মালামাল উদ্ধারে চেষ্টা চলছে। এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।

জুলাই ১২, ২০২৩

দুলাল হক/এবি/

মন্তব্য করুন: