উঠান বৈঠক করে আ.লীগ সরকারের উন্নয়ন তুলে ধরছেন সঞ্জিত কর্মকার
ছবি: সময়বিডি.কম
সিরাজগঞ্জ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের তিন মেয়াদের উন্নয়ন তুলে ধরে সিরাজগঞ্জের তাড়াশে উঠান বৈঠক করেছেন সিরাজগঞ্জ-৩ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার।
রবিরার (১৩ আগস্ট) বিকালে উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাস্তা বেত্রাসিন, গুড়মা বাজার এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের আয়োজনে উঠান বৈঠকে মেট্রোরেল, উড়ালসড়ক, পদ্মাসেতু, বঙ্গবন্ধু টানেল-সহ সরকারের দৃশ্যমান উন্নয়ন তুলে ধরে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন - মাধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, মাগুড়া বিনোদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুল ইসলাম বুলবুল, আওয়ামী লীগ নেতা জর্জিয়াস মিলন রুবেল, জাহাঙ্গীর আলম-সহ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বৈঠকে সঞ্জিত কর্মকার বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়।
শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে চতুর্থবারের মতো নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে।
আগস্ট ১৪, ২০২৩
মৃণাল সরকার মিলু/এবি/
মন্তব্য করুন: