• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

জেলার খবর

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ড. ফসিউর রহমানের শ্রদ্ধা

পাবনা প্রতিনিধি

 আপডেট: ২১:৩৮, ১৫ আগস্ট ২০২৩

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ড. ফসিউর রহমানের শ্রদ্ধা

ছবি: সময়বিডি.কম

পাবনা: চাটমোহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদের ৪৮তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য, পাবনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অবঃ) ড. মোঃ ফসিউর রহমান।

মঙ্গলবার (১৫ আগস্ট) দিবসটি উপলক্ষে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) এলাকা থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ড. ফসিউর রহমানের বিপুল সংখ্যক সমর্থক সকাল সাড়ে ৯টার দিকে চাটমোহর বালুচর খেলার মাঠে সমবেত হন। সেখান থেকে চাটমোহর উপজেলা পরিষদ চত্ত্বরে পৌঁছে ড. ফসিউর রহমান ও তার সমর্থকরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

বিকেলে গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া গ্রামে চরপাড়া এলাকাবাসীর আয়োজনে মজিবুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. ফসিউর রহমান। 

এ সময় মোঃ দেলমাহমুদ মাস্টার, ইউপি সদস্য সাইফুল ইসলাম, শাহারিয়ার সুরুজ, সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। 

শেষে শোকাবহ ১৫ আগস্টে নির্মম হত্যাকাণ্ডের শিকার সকল শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।   

আগস্ট ১৫, ২০২৩

ইকবাল কবীর রনজু/এবি/

মন্তব্য করুন: