• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

জেলার খবর

নরসিংদীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৭

অনলাইন ডেস্ক:

 প্রকাশিত: ০৮:৪০, ২৫ আগস্ট ২০২৩

নরসিংদীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৭

নরসিংদীর শিবপুরে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও চারজন। 

শুক্রবার (২৪ আগস্ট) রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলায় এ দুঘটনা ঘটে।

আহতদের আশঙ্কাজক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ইটাখোলা ফাড়ির ইনচার্জ কবির হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা গেছেন। হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়েছে।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আবুল কালাম আজাদ বলেন, নিহতরা সবাই মাইক্রোবাস যাত্রী। মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে।

আগস্ট ২৫, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: