• ঢাকা

  •  শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪

জেলার খবর

রুহিয়ায় অবৈধ স্থাপনা গুড়িয়ে দিলো প্রশাসন

রুহিয়া প্রতিনিধি:

 আপডেট: ২১:৩৮, ২৯ আগস্ট ২০২৩

রুহিয়ায় অবৈধ স্থাপনা গুড়িয়ে দিলো প্রশাসন

ছবি: সময়বিডি.কম

রুহিয়া (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় মানুষের চলাচলের রাস্তা দখল করে নির্মাণ করা অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে প্রশাসন।

সোমবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ সামসুজ্জামানের নেতৃত্বে পুলিশ অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুর আজিজ, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আব্দুর রাজ্জাক, ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক বাবু, অনিল চন্দ্র সেন এবং রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা প্রমুখ।

ঠাকুরগাঁও সদরের রুহিয়া ইউনিয়নের কর্ণফুলি বাজার হতে রামনাথ হাট পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন করেন সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। কর্নফুলী এলাকায় রাস্তার দুইপাশে অবৈধ স্থাপনার জন্য ঠিকাদার কাজ করতে পারছিলেন না। এ অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে অবৈধ স্থাপনার মালিকদের তাদের বাড়িঘর সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়ে আনারুল হক, জগদীশ ও তার ভাইদের ১৪ দিনের সময় বেঁধে দেন। নির্ধারত সময়ের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণ না করায় প্রশাসন এ উদ্যোগ নেয়। এতে উভয় পার্শে ৮-১০টি কাঁচা-পাকা ঘর ও দেওয়াল ভাঙ্গা পড়ে।

আগস্ট ২৯, ২০২৩

মোঃ দুলাল হক/এবি/

মন্তব্য করুন: