• ঢাকা

  •  শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪

জেলার খবর

মাছ চুরি ঠেকাতে বিদ্যুৎ সংযোগ, প্রাণ গেল ২ জনের

পাবনা প্রতিনিধি

 প্রকাশিত: ২১:০৪, ১৫ অক্টোবর ২০২৩

মাছ চুরি ঠেকাতে বিদ্যুৎ সংযোগ, প্রাণ গেল ২ জনের

প্রতীকী ছবি

পাবনা: পাবনার চাটমোহরের বেজপাড়া গ্রামে পুকুরের মাছ চুরি ঠেকাতে বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ হারিয়েছেন পুকুরে মালিক হামিদুল ইসলাম (৪৫) ও শামীম হোসেন (২৬)। শামীম সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার জামতৈল গ্রামের বাদশা মিয়ার ছেলে। তিনি চাটমোহরের কৈনুরা গ্রামে তার নানার বাড়িতে থাকতেন।

পুকুর মালিক হামিদুল চাটমোহরের বেজপাড়া গ্রামের মাহাতাব আলীর ছেলে। 

শুক্রবার (১৩ অক্টোবর) ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হয় শামীম। শনিবার (১৪ অক্টোবর) বিকেলে মৃত্যু হয় হামিদুলের। 

ঘাস কাটার সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে শামীমের মৃত্যু হয়েছে। তার লাশ উদ্ধার করতে গিয়ে একইভাবে প্রাণ গেছে হামিদুল ইসলামের। খবর পেয়ে পুলিশ দু’জনের লাশ উদ্ধার করেছে। 

মুলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল শনিবার রাত আটটার দিকে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল দশটার দিকে শামীম তার নানার বাড়ি থেকে বিলে ঘাস কাটার উদ্দেশ্যে বের হয়। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রাতে বাড়ি না ফেরায় তার স্বজনরা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। 

হামিদুলের স্বজনদের বরাত দিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, হামিদুল বাড়ির পাশে পুকুরে মাছের চাষ করতেন। মাছ চুরি রোধে কৌশলে পুকুরপাড় বৈদ্যুতিক তার দিয়ে ঘিরে রেখেছিলেন। শামীম ওই পুকুরের পাড়ে ঘাস কাটতে গিয়ে অসাবধনতায় বিদ্যুতের তারে জড়িয়ে মারা যান। শনিবার সন্ধ্যার কিছু আগে নিজের পুকুর দেখতে গিয়ে শামীমের লাশ পুকুরে ভাসতে দেখে উদ্ধার করতে যান হামিদুল। এ সময় তিনিও একইভাবে সেখানে বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে মারা যান।

হামিদুলের ছেলে তানজিদ হোসেন বলেন, ‘শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে আমি গিয়ে দেখি আব্বা পুকুরপাড়ে মৃত অবস্থায় পড়ে আছে। আর শামীমের লাশ পুকুরের পানিতে ভাসছে। পরে আমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।’

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, খবর পেয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঘটনাস্থল থেকে দু’জনের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

রবিবার (১৫ অক্টোবর) ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অক্টোবর ১৫, ২০২৩

ইকবাল কবীর রনজু/এবি/

মন্তব্য করুন: