• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

জেলার খবর

চাটমোহরে ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাবনা প্রতিনিধি

 প্রকাশিত: ২২:০৪, ১৭ অক্টোবর ২০২৩

চাটমোহরে ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ছবি: সময়বিডি.কম

পাবনা: দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী মুসলিম জনতার পক্ষে পাবনার চাটমোহরে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উলামা পরিষদ চাটমোহর উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বাদ আসর হাফেজ মুফতি নুরুজ্জামানের সভাপতিতে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ করেন নেতা কর্মীরা। এ সময় বিক্ষোভকারীরা ইসরাইল বিরোধী নানা স্লোগান দেন।
 
চাটমোহরের বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীরা বিকেলে চাটমোহর বালুচর খেলার মাঠে সমাবেত হন। সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু করে পৌরসদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্টার মোড়ে সমাবেশ করেন তারা।

সমাবেশে সংগঠনের সহসভাপতি মুফতি মফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক ক্বারি আরশাদ, হাফেজ মাওলানা মুফতি মাহমুদ হাসান, হাফেজ সাইদুল ইসলাম, মাওলানা সামসুল হক, হাফেজ রেজুয়ান, মাওলানা ইব্রাহিম, হাফেজ আব্দুর রহমান, মুফতি জাহিদ, হাফেজ মাওলানা মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

অক্টোবর ১৭, ২০২৩

ইকবাল কবীর রনজু/এবি/

মন্তব্য করুন: