• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

জেলার খবর

তাড়াশে জেল হত্যা দিবসে আলোচনা সভা

সিরাজগঞ্জ প্রতিনিধি

 প্রকাশিত: ২০:৩২, ৫ নভেম্বর ২০২৩

তাড়াশে জেল হত্যা দিবসে আলোচনা সভা

ছবি: সময়বিডি.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে নানা আয়োজনে জেল হত্যা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার (৬ নভেম্বর) সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও শোক দিবসের পতাকা উত্তোলন করা হয়।

এ ছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খন্দকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।

উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল খালেক তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার।

আরও বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোক্তার হোসেন মুক্তা, যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান লাবু, প্রভাষক মর্জিনা ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোজ্জামেল হক মাসুদ, খলিলুর রহমান, যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খাঁন, সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদুৎ, মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারা খাতুন মিনি, যুব মহিলা লীগের সভাপতি শায়লা পারভীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. সুলতান মাহমুদ প্রমুখ।

মৃণাল সরকার মিলু

মৃণাল সরকার মিলু/এবি/

মন্তব্য করুন: