হালুয়াঘাটে দপ্তরি কাম নৈশপ্রহরীর ঝুলন্ত দেহ উদ্ধার
ময়মনসিংহের হালুয়াঘাটে শ্রেণিকক্ষ থেকে স্কুলের দপ্তরি কাম নৈশপ্রহরীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম রিপন চন্দ্র হুড়। তিনি হালুয়াঘাট পৌর শহরের উত্তর খয়রাকুড়ি গ্রামের সুবোধ চন্দ্র হুড়ের ছেলে।
সোমবার (১৩ নভেম্বর) সকালে হালুয়াঘাট দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস রুমে গিয়ে রিপন চন্দ্র হুড়ের ঝুলন্ত দেহ দেখতে পায়। পরে পুলিশকে জানায়। পরে পুলিশ দেহ উদ্ধার করে থানায় নিযে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বোরহান উদ্দিন আহমেদ বলেন, এই বিদ্যালয়ে ১০ বছর ধরে রিপন চন্দ্র হুড় দপ্তরি ও নৈশপ্রহরীর দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুর কারণ বলতে পারছি না।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
নভেম্বর ১৩, ২০২৩
এসবিডি/এবি/
মন্তব্য করুন: