• ঢাকা

  •  শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

জেলার খবর

গৌরীপুরে সামাজিক নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

সুজিত দাস, বিভাগীয় প্রতিনিধি

 প্রকাশিত: ১১:৪৬, ৩ সেপ্টেম্বর ২০২৪

গৌরীপুরে সামাজিক নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

ছবি: সময়বিডি.কম

ময়মনসিংহের গৌরীপুরে সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সামাজিক নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাকিল আহমেদের সভাপতিত্বে উপজেলা অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ গোলাম মোস্তফা।

বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ, গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম।

সভায় স্বাগত বক্তব্যে গৌরীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহফুজ ইবনে আইয়ুব জানান, গৌরীপুরে বছরে বিভিন্ন ক্যাটাগরিতে ২৪ কোটি ১৪ লাখ ৫৮ হাজার টাকা ভাতা দেওয়া হচ্ছে। তন্মধ্যে বয়ষ্ক ভাতা ১৭ হাজার ৩৬৯ জনকে ১২ কোটি ৫০ লাখ ৫৬ হাজার ৮০০ টাকা, বিধবা ৮ হাজার ১৫৬ জনকে ৫ কোটি ৩৮ লাখ ২৯ হাজার ৬০০ টাকা, প্রতিবন্ধী ৬ হাজার ৪৪ জনকে ৬ কোটি ১৬ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা, অনগ্রসর বয়ষ্ক ৩২ জনকে এক লাখ ৯২ হাজার টাকা, প্রতিবন্ধী শিক্ষাবৃত্তি ৪২ জনকে চার লাখ ৭৮ হাজার ৮০০ টাকা, অনগ্রসর শিক্ষাবৃত্তি ৩০ জনকে দুই লাখ ৫২ হাজার টাকা ভাতা দেওয়া হচ্ছে। 

এ সময় বক্তব্য রাখেন ৩নং অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জায়েদুল ইসলাম, ৪নং মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল ফারুক, ৯নং ভাংনামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নেজামুল হক সরকার, ১নং মইলাকান্দা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মদ, প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লব, সাংবাদিক আরিফ আহম্মেদ প্রমুখ।

এসকেডি/এবি

মন্তব্য করুন: