শাহপরান মাজারে ওরসে দুর্বৃত্তদের হামলা
ছবি : সংগৃহীত
সিলেটের শাহপরান (রহ.) মাজারে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।
সোমবার (৯ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে।
হামলার বিষয়টি নিশ্চিত করে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী জানান, সোমবার রাত ৩টার দিকে একদল দুর্বৃত্ত মাজারে হামলা চালায়। তখন মাজারে ওরস চলছিল।
তিনি বলেন, দুর্বৃত্তরা মাজারে লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ দুর্বৃত্তদের আটকাতে গেলে কয়েকজন আহত হন। এ ঘটনায় কারা জড়িত তা এখনও চিহ্নিত করা যায়নি।
জড়িতদের আইনের আওতায় আনতে কাজ চলছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।
এসবিডি/বিকে/
মন্তব্য করুন: