• ঢাকা

  •  রোববার, ডিসেম্বর ২২, ২০২৪

জেলার খবর

ভালুকায় গার্মেন্ট শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

সুজিত দাস, বিভাগীয় প্রতিনিধি

 প্রকাশিত: ১০:৫৭, ৩০ সেপ্টেম্বর ২০২৪

ভালুকায় গার্মেন্ট শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ভালুকা মডেল থানা

ময়মনসিংহের ভালুকায় নির্মাণাধীন একটি পাঁচতলা ভবনের লিফটের গর্ত থেকে সাদ্দাম হোসেন (২০) নামে এক শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মাস্টারবাড়ি এলাকায় ক্রাউন ওয়ার্স প্রাইভেট লিমিটেডের নির্মাণাধীন পাঁচতলা ভবনের লিফটের গর্ত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাদ্দাম হোসেন পঞ্চগড় জেলার বোদা উপজেলার আমতলা কাজীপাড়ার আজাদ হোসেনের ছেলে। তিনি ওই কারখানার কোয়ালিটি ইন্সপেক্টর ছিলেন।

কারখানার জেনারেল ম্যানেজার নাঈম আহমেদ বলেন, সাদ্দাম হোসেন ও তার বড় ভাই সেলিম হোসেন দীর্ঘদিন ধরে একই কারখানায় চাকরি করে আসছিলেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাদ্দাম ডিউটিরত অবস্থায় থাকলেও একপর্যায়ে নিখোঁজ হয়ে যান। বড় ভাইসহ কারখানার লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। পরে রাতে বড় ভাই সেলিম থানায় সাধারণ ডায়েরি করেন। 

রবিবার সন্ধ্যার পর কারখানায় দুর্গন্ধ আসতে থাকে। পরে থানায় খবর দিলে রাত ৯টার দিকে পুলিশ নির্মাণাধীন পাঁচতলা ভবনের লিফটের ৪০ ফুট গর্ত থেকে মরদেহটি উদ্ধার করে।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ূন কবির বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি দুর্ঘটনা তা তদন্ত চলছে।

এসকেডি/এবি

মন্তব্য করুন: