• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

জেলার খবর

হবিগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় শাড়িসহ বিভিন্ন পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক

 আপডেট: ১৪:০৩, ৪ অক্টোবর ২০২৪

হবিগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় শাড়িসহ বিভিন্ন পণ্য জব্দ

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর সীমান্তে সাড়ে তিন কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়িসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) বুধবার রাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে বালুভর্তি ট্রাকে করে ভারতীয় চোরাই পণ্য যাচ্ছে। এ প্রেক্ষিতে আনুমানিক বুধবার রাত ৮টায় বিজিবির একটি টহলদল মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে বিজিবি টহলদল জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর নামক স্থানে বালুবোঝাই একটি ট্রাক থামিয়ে আটক করে ট্রাকটি তল্লাশি করে বালুর নিচে লুকানো অবস্থায় ১৯০০ পিস ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ি, ২০ হাজার ৭৪১ মিটার বিভিন্ন প্রকার থান কাপড় এবং ১০ হাজার ৮৮২টি ক্রিম জব্দ করে।

জব্দ করা মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা। এসব চোরাচালানের মালামাল কাস্টমসে জমা করা হবে।

এসবিডি/এবি

মন্তব্য করুন: