• ঢাকা

  •  বুধবার, অক্টোবর ১৬, ২০২৪

জেলার খবর

মুক্তাগাছা পৌরসভার সাবেক মেয়র বিল্লাল গ্রেপ্তার

সুজিত দাস, বিভাগীয় প্রতিনিধি

 প্রকাশিত: ১০:১২, ৯ অক্টোবর ২০২৪

মুক্তাগাছা পৌরসভার সাবেক মেয়র বিল্লাল গ্রেপ্তার

গ্রেপ্তার বিল্লাল হোসেন

ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনকে গ্রেপ্তার র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

তার বিরুদ্ধে দখলদারি ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকে তিনি পালিয়ে ছিলেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১৪ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার সামসুজ্জামান।

তিনি বলেন, বিল্লাল হোসেন সরকারের বিরুদ্ধে দখলদারিত্ব, চাঁদাবাজি, হত্যা, দূর্নীতি, ঘুষসহ নানান অভিযোগ ছিল। তিনি একাধিক মামলার পলাতক আসামি ছিলেন। গ্রেপ্তার এড়াতে পালিয়ে যান। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গত ১৯ জুলাই সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজ এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত রেদোয়ান হোসেন সাগর হত্যা মামলারও আসামি বিল্লাল হোসেন সরকার। এছাড়া তার বিরুদ্ধে আরও সাতটি মামলা রয়েছে।

এসকেডি/এবি

মন্তব্য করুন: