• ঢাকা

  •  বুধবার, অক্টোবর ১৬, ২০২৪

জেলার খবর

শটগান নিয়ে দৌড়ঝাঁপ করা আ.লীগ নেতার রিমান্ড আবেদন

সুজিত দাস, বিভাগীয় প্রতিনিধি

 প্রকাশিত: ১৩:১১, ৯ অক্টোবর ২০২৪

শটগান নিয়ে দৌড়ঝাঁপ করা আ.লীগ নেতার রিমান্ড আবেদন

গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা মো. শাহজালাল হৃদয়

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে শটগান নিয়ে প্রকাশ্যে দৌড়ঝাঁপ করা আওয়ামী লীগ নেতা মো. শাহজালাল হৃদয়কে (৪৫) সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহের কোর্ট ইন্সপেক্টর শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কোতোয়ালি মডেল থানায় হওয়া মামলা তদন্ত করছে জেলা গোয়েন্দা পুলিশ। ফলে গোয়েন্দা পুলিশ শাহজালাল হৃদয়কে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন। পরে বিচারক রওশন জাহান আগামী ১৫ অক্টোবর রিমান্ড শুনানির দিন ধার্য করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার শাজহালাল হৃদয় ময়মনসিংহ নগরীর ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

গত ১৯ জুলাই ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজ এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের রেদোয়ান হোসেন হত্যা মামলায় শাহজালালকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে র‌্যাব-১৪ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান বলেন, ছাত্র-জনতার আন্দোলন প্রতিহত করতে হাতে শটগান নিয়ে প্রকাশ‍্যে অবস্থা নেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে তার লাইসেন্স করা আগ্নেয়াস্ত্রটি ইতোমধ্যে থানায় জমা পড়েছে।

এসকেডি/এবি

মন্তব্য করুন: