• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

জেলার খবর

চুয়াডাঙ্গায় ৩০০ গ্রাম সাপের বিষ জব্দ

সালাউদ্দীন কাজল

 প্রকাশিত: ০৮:৫৭, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় ৩০০ গ্রাম সাপের বিষ জব্দ

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অভিযান চালিয়ে ৩০০ গ্রাম সাপের বিষ জব্দ করেছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর ২টায় অভিযান চালিয়ে দর্শনা রেলওয়ে স্টেশনে মহানন্দা এক্সপ্রেস ট্রেন থেকে এ বিষ জব্দ করা হয়।

পরে বিকেলে বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজিবি সদস্যরা বিশেষ তথ্যের ভিত্তিতে মহানন্দা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ৪নং বগির লাগেজ ক্যারিয়ারে রাখা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে তিনটি কাচের বোতলে রাখা বিষ জব্দ করে।

তিনটি কাচের বোতলে আনুমানিক ৩০০ গ্রাম সাপের বিষ রয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

এসইউকে/এসবিডি/এবি/

মন্তব্য করুন: