• ঢাকা

  •  রোববার, ডিসেম্বর ২২, ২০২৪

জেলার খবর

গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে আওয়ামী লীগের ২ কর্মী আটক

সুজিত দাস, বিভাগীয় প্রতিনিধি

 প্রকাশিত: ২০:৫৫, ১২ নভেম্বর ২০২৪

গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে আওয়ামী লীগের ২ কর্মী আটক

ছবি: সময়বিডি.কম

ময়মনসিংহের গৌরীপুরে বিশৃঙ্খলার চেষ্টাকালে আওয়ামী লীগের দুই কর্মীকে আটক করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে গৌরীপুর বাসস্ট্যান্ডের রেলক্রসিং এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুইজন হলেন কাসেম (৪৫) ও মো. সাগর মিয়া (১৯)। তাদের বাড়ি নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নে।

এ সময় উপস্থিত অন্য নেতা-কর্মীরা পালিয়ে যায়।

অভিযানটি যৌথভাবে পরিচালনা করেন মেজর ইশরাক ও গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মাযহারুল আনোয়ার।

ওসি বলেন, নাশকতার পরিকল্পনায় আওয়ামী লীগের কিছু লোক সংগঠিত হচ্ছে এমন গোপন খবরে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। আগামীকাল আদালতের মাধ্যমে জেলে পাঠানো হবে।

এসকেডি/এবি/

মন্তব্য করুন: