• ঢাকা

  •  বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪

জেলার খবর

গৌরীপুরে হুমায়ূন আহমেদের নামে ক্যান্সার হাসপাতাল চায় ভক্তরা

ওবায়দুর রহমান, নিজস্ব সংবাদদাতা

 প্রকাশিত: ০৯:১৩, ১৪ নভেম্বর ২০২৪

গৌরীপুরে হুমায়ূন আহমেদের নামে ক্যান্সার হাসপাতাল চায় ভক্তরা

ছবি: সময়বিডি.কম

ময়মনসিংহের গৌরীপুরে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নামে ক্যান্সার হাসাপাতাল প্রতিষ্ঠার দাবি জানিয়ে মানববন্ধন করেছেন ভক্তরা।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মদিন উপলক্ষে ভক্তদের সংগঠন হুমায়ূন আহমেদ স্মৃতি পরিষদের উদ্যোগে হারুন টি হাউজে কেককাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

পরে তার ভক্তরা পৌরশহরের কালীখলায় হুমায়ূন আহমেদের নামে ক্যান্সার হাসাপাতাল প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করে।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক পীযুষ রায় গণেশ বলেন, হুমায়ূন আমাদের স্বপ্ন ছিল দেশে একটি আধুনিক ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা করার। কিন্ত সেই স্বপ্ন পূরণের আগেই তিনি ক্যান্সারের কাছে পরাজিত হয়ে না ফেরার দেশে চলে গেছেন। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, গৌরীপুর উপজেলায় লেখকের নামে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা করার।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক এইচ টি তোফাজ্জল হোসেন বলেন, হুমায়ূন আহমেদের কালজয়ী উপন্যাস ‘গৌরীপুর জংশনে’র কারণে আমাদের গৌরীপুর উপজেলা দেশ-বিদেশে একটি পরিচিত নাম। আমরা সরকারের কাছে দাবি জানাই আমাদের অঞ্চলে এই হাসপাতাল প্রতিষ্ঠিত হলে বৃহত্তর ময়মনসিংহের দরিদ্র রোগীরা সহজেই ক্যান্সারের চিকিৎসা করাতে পারবেন।

হারুন টি হাউজের পরিচালক মো. হারুন মিয়া বলেন, আমার বাবা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। টাকার অভাবে আমি ভালো চিকিৎসা করাতে পারিনি। আমি চাই হুমায়ূন আহমেদের নামে এখানে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা করা হোক। হাসপাতালটি এখানে প্রতিষ্ঠিত হলে আমার মতো দরিদ্র আর কারও বাবাকে ক্যান্সারের কাছে পরাজিত হতে হবে না।

সংগঠনের সদস্য ওবায়দুর রহমানের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন যুগান্তর প্রতিনিধি রইছ উদ্দিন, গৌরীপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, পাঠক সংগঠন শুভসংঘের সভাপতি শঙ্কর ঘোষ পিলু, আব্দুর রউফ দুদু, আব্দুল কাদির, সানজিদা প্রমুখ।

এ ছাড়াও হুমায়ূন আহমেদের জন্মদিনে পাঠক সংগঠন যুগান্তর স্বজন সমাবেশ ও শুভসংঘের উদ্যোগে কেককাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

ওই কর্মসূচি থেকে ভক্তরা গৌরীপুর জংশনে হুমায়ুন আহমেদের স্মৃৃতি রক্ষা ও মোহনগঞ্জ-ঢাকা রেলপথে চলাচলকারী একটি আন্তঃনগর ট্রেনের নাম হুমায়ূন আহমেদের নামে কিংবা তার উপন্যাসের চরিত্রের নামে নামকরণের দাবি জানান।

এসবিডি/এবি

মন্তব্য করুন: