• ঢাকা

  •  বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

জেলার খবর

গৌরীপুর মহিলা কলেজে নবীনবরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ২০:৫৩, ১৯ নভেম্বর ২০২৪

গৌরীপুর মহিলা কলেজে নবীনবরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় অনুষ্ঠান

ছবি: সময়বিডি.কম

ময়মনসিংহের গৌরীপুর মহিলা কলেজে নবীনবরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে কলেজের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গৌরীপুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির সভাপতি তানজীন চৌধুরী লিলি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নবীনরা ১০ বছর পড়াশোনা করে আজকে এই কলেজে ভর্তি হয়েছো। এখান থেকে পাশ করে তোমরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বিভিন্ন বিশ^বিদ্যালয়ে পড়াশোনা করবে, আগামীর দেশ পরিচালনা করবে। তোমাদেরকে অধ্যাবসায়ী হতে হবে, শিক্ষকদের সম্মান করতে হবে। তোমাদেরকে প্রতিযোগিতামূলক পড়াশোনা করতে হবে। তোমাদেরকে ভালো জায়গায় যেতে হলে বড় বড় স্বপ্ন দেখতে হবে, স্বপ্নদ্রষ্টা হিসেবে সেখানেই যেতে পারবে। আমি অল্প সময়ের জন্য সভাপতি নির্বাচিত হয়েছি এই সময়ের মধ্যেই কলেজের জন্য সর্বোচ্চ কাজ করবো।

কলেজের প্রভাষক সেলিম আল রাজ ও প্রভাষক মোহাম্মদ শাজাহান সিরাজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৌরীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হামিদ, গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মো. আব্দুল ছিদ্দিক, কলেজের বিদায়ী সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহমুদা ইয়াসমিন রোজী, সহকারী অধ্যাপক শারমিন রহমান, সহকারী অধ্যাপক মো. তামজিদুর রহমান, সহকারী অধ্যাপক রোকেয়া বেগম, প্রভাষক মো. রাকিবুল হাসান, দিলরুবা ইয়াসমিন, নূরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল হক, বিদায়ী প্রধান অফিস সহকারী শহীদুল্লাহ হুমায়ুন প্রমুখ।

আলোচনা অনুষ্ঠানশেষে বিদায়ী শিক্ষক কর্মচারীদের ক্রেস্ট ও উপঢৌকন প্রদান করা হয়।

বিদায়ী শিক্ষক হলেন- সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহমুদা ইয়াসমিন রোজী, সহকারী অধ্যাপক আফরোজা বেগম, সহকারী অধ্যাপক জেবুন্নেসা, সহকারী অধ্যাপক আনোয়ারা খানম, প্রয়াত সহকারী অধ্যাপক রনজিত কুমার রায়, প্রধান অফিস সহকারী শহীদুল্লাহ হুমায়ুন, নৈশপ্রহরী আব্দুল গণি, আব্দুল বারেক।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করেন প্রভাষক তারিকুল ইসলাম, প্রভাষক আব্দুল্লাহ আল মামুন ও শরীরচর্চা শিক্ষক নাদিরা জামান পান্না।

এর আগে অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয় এবং একাদশ ও অনার্স (সম্মান) ১ম বর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।

ওবায়দুর রহমান/

মন্তব্য করুন: