• ঢাকা

  •  রোববার, জানুয়ারি ৫, ২০২৫

জেলার খবর

শম্ভুগঞ্জে নিহত সাংবাদিক স্বপন ভদ্রের স্মৃতিচারণ

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ২২:০৫, ২৪ নভেম্বর ২০২৪

শম্ভুগঞ্জে নিহত সাংবাদিক স্বপন ভদ্রের স্মৃতিচারণ

ছবি: সময়বিডি.কম

ময়মনসিংহের শম্ভুগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি সাংবাদিক স্বপন কুমার ভদ্রের প্রতি শ্রদ্ধা ও স্মৃতিচারণ করেছেন সাংবাদিকরা।

শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শম্ভুগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে অস্থায়ী অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সংবাদিক ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ হামলায় নিহত সাংবাদিক স্বপন ভদ্রের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও স্মৃতিচারণ করেন।

স্মৃতিচারণ সভার আহ্বায়ক ছাদেকুল ইসলাম ছাদেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন শম্ভুগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দি নিউ নেশন পত্রিকার উপজেলা প্রতিনিধি মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার, রাজনৈতিক ব্যক্তিত্ব সবুজ মন্ডল, আমিনুল হক রোমান, সাংবাদিক মো. তফাজ্জল হক, সাংবাদিক আবুল কালাম আজাদ প্রমুখ।

তাছাড়া শাহাদাৎ শাহসহ বিভিন্ন মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপসস্থিত ছিলেন।

মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার

মন্তব্য করুন: