• ঢাকা

  •  সোমবার, জানুয়ারি ৬, ২০২৫

জেলার খবর

ভূমিসেবাকে আরও সহজ করতে হবে: সচিব

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ০৯:৪৯, ২৯ নভেম্বর ২০২৪

ভূমিসেবাকে আরও সহজ করতে হবে: সচিব

ছবি: সংগৃহীত

সমাজের সব শ্রেণির মানুষের সহযোগিতায় ভূমিসেবাকে প্রান্তিক মানুষের দোড়গোড়ায় পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন সিনিয়র সচিব ভূমি মন্ত্রণালয়ের এএসএম সালেহ আহমেদ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জনবান্ধব ভূমিসেবা প্রদানের লক্ষ্যে ভূমি ব্যবস্থাপনা সংস্কার বিষয়ে সর্বস্তরের জনসাধারণের সঙ্গে কনসালটেশন কর্মশালায় এসব কথা বলেন তিনি।

কর্মশালায় মন্ত্রণালয় থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে ভূমি সচিব বলেন, নামজারি প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে হওয়ায় এখন সেবা গ্রহীতার ভোগান্তি কমেছে। তবে মাঠ পর্যায়ে যে সব ভূমি কর্মকর্তা রয়েছেন কাজের ক্ষেত্রে তাদের মানসিকতা আরও পরিবর্তন করতে হবে। মানুষের সেবা দেওয়ার সর্বোচ্চ মানসিকতা পোষণ করতে হবে।

এ সময় সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে ভূমি সচিব বলেন, বর্তমান সরকার চায় ভূমি সেবায় কোনভাবে সেবা গ্রহীতারা যাতে হয়রানিতে না পড়ে, আমরা যারা ভূমি সেবা দেওয়ার কাজে সরাসরি যুক্ত তাদের আরও আন্তরিকতার সঙ্গে সরকারি আদের্শ মেনে কাজ করতে হবে।

জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন যুগ্ম সচিব ড. জাহিদ হোসেন, উপ-সচিব সেলিম আহমেদ, এমদাদুল হক চৌধুরী ও ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইয়াসিন কবির।

এ কর্মশালায় জেলার ভূমি ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এসবিডি/এবি

মন্তব্য করুন: