• ঢাকা

  •  সোমবার, জানুয়ারি ৬, ২০২৫

জেলার খবর

গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে ১৪২ কেজি গাঁজা জব্দ, আটক ২

সুজিত দাস, বিভাগীয় প্রতিনিধি

 প্রকাশিত: ২০:৫৬, ২ ডিসেম্বর ২০২৪

গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে ১৪২ কেজি গাঁজা জব্দ, আটক ২

ছবি: সময়বিডি.কম

ময়মনসিংহের গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে ১৪২ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ সময় দুইজনকে আটক করা হয়।

সোমবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলার বোকাইনগর ইউনিয়নের ত্রিশঘর গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালিয়ে আবেদা খাতুনের (৫৪) বাড়ি থেকে সাতটি বস্তায় রাখা ১৪২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটকরা হলেনত্রিশঘর গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে মোকছেদুল (৩২) ও মো. আবুল কালাম ফকিরের ছেলে শরীফ (২৪)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছারুল হাসান রনি জানান, গোপন সংবাদে নাজরদারি করে অভিযান চালানো হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে আটক করা হয়। বাড়ির মালিক আবেদা ঘরে তালা দিয়ে পালিয়ে গেছে।

পরে আমরা তার বসতঘরে ও রান্নাঘরে অভিযান চালিয়ে সাতটি বস্তায় ১৪২ কেজি গাঁজা জব্দ করি।

অভিযানে গৌরীপুর অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর নাঈম ও মেজর রোবাইয়াতের নেতৃত্বে একটি টিম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অংশ নেয়।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মীর্জা মাযহারুল আনোয়ার বলেন, সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে মাদক উদ্ধার করা হয়েছে এবং দুইজনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুুতি চলছে।

এসকেডি/এবি/

মন্তব্য করুন: