• ঢাকা

  •  সোমবার, জানুয়ারি ৬, ২০২৫

জেলার খবর

জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে আমদানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ১১:৩০, ৩ ডিসেম্বর ২০২৪

জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে আমদানি বন্ধ

ছবি : সংগৃহীত

সিলেটের জকিগঞ্জ সীমান্তের ওপারে ভারতের করিমগঞ্জে একটি সংগঠনের বাধার মুখে বাংলাদেশের ব্যবসায়ীদের আমদানি করা পণ্য আসা বন্ধ রয়েছে।

জকিগঞ্জ শুল্ক স্টেশনের সহকারী কমিশনার অসিত কুমার আচার্য্য বলেন, ‘সোমবার সকালে কিছু কমলা বাংলাদেশে এসেছে। পরে ওপারের করিমগঞ্জে একটি পক্ষের বাধার মুখে আর কোনো পণ্য বাংলাদেশে আসেনি।’ 

জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশের কোনো পণ্য ভারতে রপ্তানি হয় না। তবে ভারত থেকে ফলসহ কিছু পণ্য আমদানি করা হয়।

গত কয়েক দিন ধরেই বাংলাদেশ ইস্যুতে ভারতের শিলচর ও করিমগঞ্জে অস্থিরতা চলছে। বাংলাদেশে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে এমন দাবি করে সনাতনী ঐক্য মঞ্চ নামের একটি সংগঠন বিক্ষোভ কর্মসূচি পালন করছে।

এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে সংগঠনটির কিছু নেতা-কর্মী করিমগঞ্জ শুল্ক স্টেশন এলাকায় বিক্ষোভ করে। এ সময় আন্দোলনকারীদের বাধার মুখে বাংলাদেশি ব্যবসায়ীদের এলসি করা মালামালের গাড়ি ভারতের করিমগঞ্জ শুল্ক স্টেশন থেকে ফেরত চলে যায়।

এদিকে সোমবার বেলা তিনটায় জকিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক সম্প্রীতিবিষয়ক এক সভা হয়েছে।

জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ধর্মীয় নেতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এসবিডি/এবি

মন্তব্য করুন: