• ঢাকা

  •  বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

জেলার খবর

গৌরীপুরে সাংবাদিক আব্দুর রহমানের মৃত্যবার্ষিকীতে স্মরণসভা

সুজিত দাস, বিভাগীয় প্রতিনিধি

 প্রকাশিত: ০৯:৩৬, ৭ ডিসেম্বর ২০২৪

গৌরীপুরে সাংবাদিক আব্দুর রহমানের মৃত্যবার্ষিকীতে স্মরণসভা

ছবি: সময়বিডি.কম

ময়মনসিংহের গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে গৌরীপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করা হয়।

প্রেস ক্লাবের সাবেক সভাপতি কমল সরকারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লবের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- সাবেক সাধারণ সম্পাদক সুজিত কুমার দাস, আনোয়ার হোসেন শাহীন, মরহুম আব্দুর রহমানের ছেলে ও সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার প্রমুখ।

আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন প্রেস ক্লাবের সদস্য ফারুক আহাম্মদ।

এতে উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সদস্য আরিফ আহম্মেদ, ওবায়দুর রহমান, রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।

এ ছাড়াও আব্দুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত, 
কুরআনখানি, দোয়া-মাহফিলের আয়োজন করা হয়।

শেখ আব্দুর রহমান ১৯৭১ সনে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন। ১৯৭৭ থেকে ২০১২ সন পর্যন্ত সাংবাদিকতার পাশাপাশি তিনি ময়মনসিংহের উত্তর জেলায় সংবাদপত্রের অ্যাজেন্ট ছিলেন। গৌরীপুর প্রেস ক্লাব, সাংবাদিক সমিতি, সাংবাদিক সংস্থা, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠায় অগ্রনী ভূমিকা পালন করেছেন তিনি।

তার জীবদ্দশায় দৈনিক আজাদ, দৈনিক কৃষান, দৈনিক কালবেলা, দৈনিক সংগ্রাম, দৈনিক সমাচার, আজকালের খবর, সাপ্তাহিক এশিয়া, সাপ্তাহিক পরিধিসহ অসংখ্য সংবাদপত্রে সুনামের সঙ্গে কাজ করেছেন।

এসকেডি/এবি

মন্তব্য করুন: