• ঢাকা

  •  বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪

জেলার খবর

গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশেষ প্রতিনিধি

 আপডেট: ২১:৩০, ৯ ডিসেম্বর ২০২৪

গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি: সময়বিডি.কম

ময়মনসিংহের গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় রিপোর্টার্স ক্লাব থেকে পৌর শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রাটি পৌর শহর প্রদক্ষিণ করে আবার ক্লাবের কার্যালয়ে এসে শেষ হয়।  

শোভাযাত্রা উদ্বোধন করেন গৌরীপুর পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আলী আকবর আনিস ও গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ।

পরে কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ সময় রিপোর্টার্স ক্লাবের সদস্য ছাড়াও আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার।

গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটনের সঞ্চালনায় বক্তব্য দেন গৌরীপুর পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আলী আকবর আনিস, ইঞ্জিনিয়ার এম এ জিন্নাহ, গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, গৌরীপুর উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রইছ উদ্দিন, গৌরীপুর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ বিপ্লব, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হীরা, সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, সাবেক আহ্বায়ক জাতীয়তাবাদী ছাত্রদল মীর হোসেন সরকার মিরন, সাংবাদিক আল আমিন, সাংবাদিক হুমায়ূন কবির, কবি জয়নাল আবেদীন প্রমুখ।

উপস্থিত ছিলেন সাংবাদিক সুমন, দুদু, মোখলেছুর রহমান, সাংবাদিক সুপক রঞ্জন উকিল, ঝিন্টু দেবনাথ, লুৎফর রহমান খোকন, মহসিন মাহমুদ শাহ, মিথুন আজমী, পিযুষ রায় গনেশ, শফিকুল ইসলাম, মাহফুজ, আব্দুস সালাম, শাহদাৎ শাহ প্রমুখ।

অনুষ্ঠানে রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা ও সাংবাদিক আজম জহিরুল ইসলাম, অধ্যাপক কাজী মোনায়েম, সাবেক সভাপতি মজিবুর রহমান, মোতালিব বিন আয়েতসহ যারা প্রয়াত হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এসবিডি/এবি

মন্তব্য করুন: