• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

অপরাধ

রংপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি

 প্রকাশিত: ০৬:৩৭, ১২ ফেব্রুয়ারি ২০২০

রংপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

বদরগঞ্জ (রংপুর): রংপুরের বদরগঞ্জে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) রাতে বদরগঞ্জের ওসমানপুর গুচ্ছগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া নির্যাতিতা মেয়েকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, স্টার বাবু নামে ওই ব্যক্তির বিরুদ্ধে গত রাতে তাঁর মেয়ে বাদী হয়ে মামলা করেন। মামলার পর ওই রাতেই দ্রুত অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করা হয়। ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, স্বামী পরিত্যাক্তা মেয়েটি গুচ্ছগ্রামে তাঁর বাবার সঙ্গেই বসবাস করতেন। গত ১০ ফেব্রুয়ারি রাতে নিজের ঘরে ঢুকে বাবা তাঁকে ধর্ষণ করে। পরদিন নিজে থানায় গিয়ে বাবার বিরুদ্ধে মামলা করেন মেয়ে। স্টার বাবু মদ-গাঁজাসহ বিভিন্ন নেশায় আসক্ত।

ফেব্রুয়ারি ১২, ২০২০

মন্তব্য করুন: