• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

অপরাধ

রাতে নিখোঁজ, সকালে পাটক্ষেতে মিললো শিশুর গলাকাটা দেহ

বিশেষ প্রতিনিধি

 প্রকাশিত: ১৭:০৫, ১৭ এপ্রিল ২০২১

রাতে নিখোঁজ, সকালে পাটক্ষেতে মিললো শিশুর গলাকাটা দেহ

তাড়াইল (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের তাড়াইলে রিফাত (১২) নামে এক শিশুকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের চরতালজাঙ্গা (বাদুরতলা) গ্রামের পাটক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে তাড়াইল থানা পুলিশ।

রিফাত ওই গ্রামের রাজমিস্ত্রি মো. দুলাল মিয়ার ছেলে। দুলাল মিয়ার দুই স্ত্রী। রিফাত প্রথম স্ত্রীর সন্তান।
 
এলাকাবাসী জানান, শনিবার (১৬ এপ্রিল) রাতে স্থানীয় মসজিদে তারাবির নামাজ পড়তে যায় রিফাত। নামাজ পড়ে বাড়িতে এসে রাতের খাবার খায়। এরপর থেকে রিফাতকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে আজ সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির সামনে একটি পাটক্ষেতে তার গলাকাটা মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজিবুর রহমান সাংবাদিকদের জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে করিমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ইফতেখারুজ্জামান সাংবাদিকদের বলেন, ঘটনাটি আমরা নিবিড়ভাবে তদন্ত করছি। আশাকরি, আমরা খুব শীঘ্রই মুলঘটনা বা জট উদঘাটন করতে সক্ষম হবো।

এপ্রিল ১৭, ২০২১

মন্তব্য করুন: