• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

অপরাধ

শেরপুরে ২৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

 প্রকাশিত: ২২:০৪, ৮ জুন ২০২২

শেরপুরে ২৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

বগুড়ার শেরপুরে অভিযান চালিয়ে ২৫ কেজি গাজাসহ মোঃ রুবেল হোসেন (৩২) ও  আরিফ শেখ (৩৩)৷ নামে দিই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (৮ জুন) সকালে সিরাজগঞ্জ র‌্যাব-১২-এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আটককৃতরা হলেন, মুন্সিগঞ্জ জেলার মৃত জালালের ছেলে মোঃ রুবেল (৩২) ও নারায়ণঞ্জ জেলার মিজমিজি পূর্বপাড়ার আমিনুল হকের ছেলে মোঃ আরিফ শেখ (৩৩)। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর সদর কোম্পানির একটি দল বগুড়া জেলার শেরপুর থানার ঢাকা-বগুড়া মহাসড়কের সীমাবাড়ী গ্রামের চামড়া গোদামের সামনে পাঁকা রাস্তার উপর এক মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময়  মাদক বেচা-কেনার কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

পরে এই দুই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে শেরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
 
৮ জুন, ২০২২

মিলু সরকার/এবি/

মন্তব্য করুন: