বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ ৫ দিনের রিমান্ডে
প্রধানমন্ত্রীকে কবরে পাঠানোর হুমকি দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৫ মে) তাকে রাজশাহী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক মাহবুব আলমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আজ সকাল ১১টার দিকে নগরীর ভেড়ীপাড়া মোড়ে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করা হয়।
পরে দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনিসুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মেট্রোপলিটন থানায় চারটি মামলা হয়েছে। মেট্রোপলিটনের বাইরের থানায় আরও ২-৩টি মামলা হয়েছে। পুঠিয়া থানায় দায়ের হওয়া সন্ত্রাস দমন আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন চাঁদ। তিনি বলেন, 'আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নাই। একদফা - শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে কবরে পাঠাতে হবে।'
মে ২৫, ২০২৩
এসবিডি/এবি/
মন্তব্য করুন: