• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

অপরাধ

মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষক শাহিনুর ইসলাম গ্রেপ্তার

অনলাইন ডেস্ক:

 প্রকাশিত: ০৯:১৪, ৩ জুলাই ২০২৩

মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষক শাহিনুর ইসলাম গ্রেপ্তার

নীলফামারী: নীলফামারীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ মামলায় শাহিনুর ইসলাম নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২ জুলাই) সকালে অভিযান চালিয়ে গোড়াগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাহিনুর ওই গ্রামের সামছুদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, তিন বছর ধরে একটি মহিলা মাদরাসার আবাসিক হোস্টেলে থেকে পড়াশুনা করছেন ভুক্তভোগী ছাত্রী। গত ২৯ জুন রাতে মাদরাসার একটি কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করেন শিক্ষক শাহিনুর ইসলাম। পরে ছাত্রীর বাবা বাদী হয়ে শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। 

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। আদালত তাকে মাধ্যমে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

জুলাই ৩, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: