• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

অপরাধ

ময়মনসিংহে হোটেল থেকে নারীসহ আটক ৩১

সুজিত দাস, বিভাগীয় প্রতিনিধি

 প্রকাশিত: ০৮:১৭, ২৯ সেপ্টেম্বর ২০২৪

ময়মনসিংহে হোটেল থেকে নারীসহ আটক ৩১

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ নগরীর কয়েকটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১৩ নারীসহ ৩১ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শুক্রবার নগরীর আমির হোটেল, খান হোটেল, আশা হোটেল, খাজা হোটেল, হাফেজিয়া হোটেল, রূপমহল, শরীফ ও মর্ডান হোটেলের বিভিন্ন কক্ষ থেকে তাদের আটক করা হয়।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, শুক্রবার নগরীর বিভিন্ন হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে এমন অভিযোগে অভিযান চালানো হয়। দিনব্যাপী হোটেলগুলোতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১৩ নারীসহ ৩১ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি বলেন, জেলার সবগুলো হোটেল ও রিসোর্ট নজরদারিতে রাখা হবে। অসামাজিক কার্যকলাপ চললে অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসকেডি/এবি

মন্তব্য করুন: