গৌরীপুরে গাজা ও ইয়াবাসহ আটক ৩
ছবি: সংগৃহীত
ময়মনসিংহের গৌরীপুরে ৫০০ গ্রাম গাজা ও ৪৭ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন- মাওহা ইউনিয়নের কুমড়ি গ্রামের মো. ফারুক মিয়া, ভূটিয়ারকোনা বাজারের মাসুদ মিয়া ও ইয়াবা ব্যবসায়ী তপন।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদে ৯ জানুয়ারি রাতে পুলিশ মাওহা ইউনিয়নের রঙ্গিলা শাহ-এর মাজার প্রাঙ্গন থেকে আধা কেজি গাজা সহ দুইজনকে আটক করে।
অপরদিকে একই রাতে পৌর শহরের উত্তর বাজার অভিযান চালিয়ে তপনকে ৪৫ পিস ইয়াবাসহ আটক করে।
এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মাযহারুল আনোয়ার বলেন, আটকদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এসকেডি/এবি/
মন্তব্য করুন: