• ঢাকা

  •  শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪

বাংলাদেশ

বঙ্গবন্ধুর সমাধিতে ডিএমপির নবনিযুক্ত পুলিশ কমিশনারের শ্রদ্ধা

গোপালগঞ্জ সংবাদদাতা

 প্রকাশিত: ১৬:৪৪, ৩০ অক্টোবর ২০২২

বঙ্গবন্ধুর সমাধিতে ডিএমপির নবনিযুক্ত পুলিশ কমিশনারের শ্রদ্ধা

ছবি: সময়বিডি.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার) পিপিএম।

রবিবার (৩০ অক্টোবর) টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার, ডেপুটি কমিশনার, পুলিশ সুপার, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তিনি '৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনাসহ মহান মুক্তিযুদ্ধে নিহত ৩০ লাখ শহীদের রুহের মাহফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এরপর ডিএমপি কমিশনার বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন শেষে ডিএমপি কমিশনার টুঙ্গিপাড়াস্থ বিজয় রেস্ট হাউজে পৌঁছালে সেখানে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান গোপালগঞ্জ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম।

এ সময় জেলার অন্যান্য ইউনিট এবং সংগঠনের পক্ষ থেকেও ডিএমপি কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অক্টোবর ৩০, ২০২২

এসবিডি/এবি/

মন্তব্য করুন: