• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

বাংলাদেশ

রাষ্ট্রপতির বাড়িতে প্রধানমন্ত্রীকে আপ্যায়নে যা যা ছিল

অনলাইন ডেস্ক:

 প্রকাশিত: ১৮:৩০, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

রাষ্ট্রপতির বাড়িতে প্রধানমন্ত্রীকে আপ্যায়নে যা যা ছিল

কিশোরগঞ্জের মিঠামইনের কামালপুরে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের গ্রামের বাড়িতে বেড়াতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সরকারপ্রধান সেখানে পৌঁছলে তাঁকে স্বাগত জানান রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা। 

প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির বাড়িতে জোহরের নামাজ পড়েন এবং মধ্যহ্নভোজে অংশ নেন। 

‘ধান আর মাছের রাজধানী’ খ্যাত হাওরের নানা প্রকার মাছ দিয়ে প্রধানমন্ত্রীকে আপ্যায়ন করা হয়। খাবারের মেনুতে ছিল স্থানীয় জাতের ঐতিহ্যবাহী রাতাবোরো চাউলের সাদা ভাত, রুই মাছ দোপেঁয়াজা, কাতলা মাছ দোপেঁয়াজা, চিতল মাছ দোপেঁয়াজা, আইড় মাছ দোপেঁয়াজা, পাবদা মাছ দোপেঁয়াজা, গোলসা টেংরা মাছ দোপেঁয়াজা, কালিবাউশ মাছ দোপেঁয়াজা, শোল মাছ ভুনা, বাইম মাছ ভুনা, চিংড়ি মাছ ভুনা, বোয়াল মাছ ভুনা, গ্রাস কার্প মাছ ভুনা, বাছা বাছ ভুনা, রিটা মাছ মাখা মাখা ঝোল, পাঙ্গাস মাছ মাখা মাখা ঝোল এবং মশুর ডাল, সালাদ ও রসমালাই। 

এ ছাড়াও খাবারের মেনুতে ছিল রাজহাঁস ও পাতিহাঁসের মাংস, মুরগি, খাসি আর গরুর মাংস।। সেই সঙ্গে থাকবে অষ্টগ্রামের পনির আর নানা জাতের পিঠা। 

বঙ্গভবনের বাবুর্চিসহ পরিবারের গৃহিণীরাই এসব আয়োজন করছেন। 

ফেব্রুয়ারি ২৮, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: