• ঢাকা

  •  শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪

জেলার খবর

শিশু বিক্রি করে সিজারের বিল আদায়ের অভিযোগ!

অনলাইন ডেস্ক:

 প্রকাশিত: ০৭:৪২, ২৬ মে ২০২৩

শিশু বিক্রি করে সিজারের বিল আদায়ের অভিযোগ!

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে নিউ এশিয়া ডায়াগনস্টিক সেন্টারে সিজারের মাধ্যমে এক শিশু জন্মের পর তাকে বিক্রি করে কর্তৃপক্ষ বিল আদায় করেছে অভিযোগ উঠেছে।

অভিযোগ উঠেছে, হাসপাতালের পরিচালক কাম ম্যানেজার জাহাঙ্গীর আলম ওই নবজাতককে বিক্রি করে তা থেকে সিজারের বিল কেটে রেখে উদ্বৃত্ত থাকা ১৪ হাজার টাকা প্রসূতিকে দিয়ে হাসপাতালের ছাড়পত্র দেন।

পরে বুধবার (২৪ মে) সন্ধ্যায় বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয় সাংবাদিকরা জানতে পেরে তথ্য সংগ্রহ করতে হাসপাতালে গেলে মালিক পক্ষ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।

ভুক্তভোগী প্রিয়া আক্তার (২২) ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার মালিডাঙ্গা গ্রামের মোঃ রাসেলের স্ত্রী। 

তিনি জানান, তার স্বামী দিনমজুর। তার সংসারে ফাতেমা আক্তার নামে দেড় বছরের একটি কন্যা আছে। গত রবিবার (২১ মে) প্রসব ব্যথা নিয়ে শ্রীপুর চৌরাস্তার নিউ এশিয়া ডায়াগনস্টিক সেন্টারে যান। সেখানে জাহাঙ্গীর আলম নামে একজন নিজেকে ডাক্তার পরিচয় দেন। ওই ব্যক্তি তাদের বলেন, প্রসূতিকে দ্রুত সিজার না করলে মা ও সন্তান দুই জনেরই সমস্যা হবে। সিজার করতে ১৫ হাজার বা ১৬ হাজার টাকা লাগতে পারে। আমার স্বামী চেষ্টা করেও সে টাকা জোগাড় করতে না পারায় অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করি। এক পর্যায়ে জাহাঙ্গীর আমাদের প্রস্তাব দেন, নবজাতককে তাদের হাতে তুলে দিলে বিল দিতে হবে না। উল্টো আরো কিছু নগদ টাকা দেওয়া হবে। ছেলে হলে ৫০ হাজার, মেয়ে হলে ৩০ হাজার টাকার আশ্বাস দেন। 

তারা জাহাঙ্গীরের প্রস্তাবে রাজি হলে রাতেই প্রিয়ার সিজারের মাধ্যমে কন্যাসন্তান জন্ম দেয়। এরপর প্রিয়ার কাছ থেকে একটি সাদা কাগজে সই নিয়ে তাকে জানানো হয়, নবজাতকের জন্য ৩০ হাজার টাকা পেয়েছেন। তা থেকে ১৬ হাজার টাকা হাসপাতালের বিল কেটে রাখা হয়েছে।

তবে অভিযুক্ত ম্যানেজার ও পরিচালক জাহাঙ্গীর নিজে সন্তান বিক্রির কথা অস্বীকার করেন। তিনি বলেন, রাসেল দম্পতি নিজেরাই তাদের সন্তান দত্তক দিয়েছেন।

হাসপাতালের মালিক মোঃ ফজলুল হক বলেন, বিষয়টি তার জানা নেই। তবে পরে তিনি নিজেই সাংবাদিকদের বিষয়টি চেপে যাওয়ার অনুরোধ করেন। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মোহাম্মদ নাসিম বলেন, বিষয়টি তার জানা নেই। কেউ অভিযোগও করেনি। খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. মোঃ খায়রুজ্জামান বলেন, অভিযোগ প্রমাণিত হলে হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মে ২৬, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: