• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

জেলার খবর

মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে দুইজন ফিরলেন লাশ হয়ে

অনলাইন ডেস্ক:

 প্রকাশিত: ০৯:৪০, ১০ জুলাই ২০২৩

মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে দুইজন ফিরলেন লাশ হয়ে

গাজীপুর: তিন বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে দূর্ঘটনায় প্রাণ গেলো দুই বন্ধুর। গাজীপুর নগরীর হাতিয়াব এলাকায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এই দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক বন্ধু।

রবিবার (৯ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন - শ্রীপুরের বরমী এলাকার সিটপড়া গ্রামের মুন্সিবাড়ির সামাদের ছেলে জাহিদ হাসান ও তার বন্ধু আকাশ মাহমুদ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, তিন বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। গাজীপুর নগরের হাতিয়াব এলাকা দিয়ে যাওয়ার সময় একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাহিদের মৃত্যু হয়। পরে বাকি দুইজনকে হাসপাতালে নেওয়া পথে আকাশের ‍মৃত্যু হয়।  

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, মোটরসাইকেলসহ তিন বন্ধু পড়ে গিয়ে ঘটনাস্থলেই জাহিদ নামে একজনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় অন্য দুই বন্ধুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে আকাশ নামে আরেক জনের মৃত্যু হয়। 

জুলাই ১০, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: