• ঢাকা

  •  রোববার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

অপরাধ

উত্তরায় স্বামী-স্ত্রীকে কোপানো সেই কিশোর গ্যাং শনাক্ত

নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১১:১৯, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

উত্তরায় স্বামী-স্ত্রীকে কোপানো সেই কিশোর গ্যাং শনাক্ত

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে রাস্তায় প্রকাশ্যে স্বামী-স্ত্রীকে দা দিয়ে কোপানোর ঘটনায় পুরো চক্রকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান এই তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, আজ ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। 

পুলিশের এই কর্মকর্তা বলেন, দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে সরাসরি আঘাত করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। ওই গ্যাংয়ের সবাইকে শনাক্ত করে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। 

এরআগে, গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে দম্পতির ওপর হামলার ঘটনা ঘটে। পরে দুই হামলাকারীকে গণপিটুনি দিয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

আটকরা হলেন- মোবারক হোসেন ও রবি রায়।

স্থানীয়দের বরাত দিয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান রহমান জানান, কিশোর চক্রটির সদস্যরা উত্তরা সেক্টরের ভেতরে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিল। এ সময় তাদের মোটরসাইকেল একটি শিশুকে চাপা দেওয়ার চেষ্টা করে। পাশ দিয়ে যাওয়া আরেকটি মোটরসাইকেলে ভুক্তভোগী দম্পতি এ ঘটনার প্রতিবাদ করলে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের লোকজন ডেকে ধারালো অস্ত্র দিয়ে ওই দম্পতিকে আঘাত করে। সূত্র: চ্যানেল২৪

এসবিডি/এবি

মন্তব্য করুন: