• ঢাকা

  •  বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪

বিনোদন

মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি বলিউডের জনপ্রিয় গায়ক জুবিন

নিউজ ডেস্ক:

 প্রকাশিত: ১৯:৩১, ২০ জুলাই ২০২২

মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি বলিউডের জনপ্রিয় গায়ক জুবিন

ভারতের আসামে শো করতে গিয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক জুবিন গর্গ। আসামের ডিব্রুগড়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

জানা গেছে, সম্প্রতি আসামে একটি অনুষ্ঠানে অংশ নিতে যান তিনি। ছিলেন একটি রিসোর্টে। সেখানেই বাথরমে পা পিছলে পড়ে চোট লাগে মাথায়। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় ডিব্রুগরের একটি হাসপাতালে। সেখানে মাথায় পাঁচটি সেলাই দেয়া হয়। পরে সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় গুয়াহাটি। সেখানে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। 

চলতি বছরের শুরুর দিকেও অসুস্থ হয়ে পড়েছিলেন জুবিন। গুয়াহাটিতে একটি অনুষ্ঠান করার সময় শারীরিক অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। জুবিনের অসুস্থতার খবরে আপাতত তার অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় প্রিয় গায়কের সুস্থতা কামনা করছেন।

আসামের জনপ্রিয় গায়ক তিনি। তাছাড়া বাংলা ও বলিউডেও সমান জনপ্রিয় জুবিন। তার সবচেয়ে জনপ্রিয় গান ‘গ্যাং স্টার’-এর ‘ইয়া আলি’ আর ‘কৃশ থ্রি’র ‘দিল তু হি বাতা’।

জুলাই ২০, ২০২২

এসবিডি/এবি/

মন্তব্য করুন: