• ঢাকা

  •  বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪

বিনোদন

ফিফা বিশ্বকাপ ট্রফি উন্মোচন করলেন দীপিকা পাডুকোন

অনলাইন ডেস্ক:

 প্রকাশিত: ১০:৩৩, ১৯ ডিসেম্বর ২০২২

ফিফা বিশ্বকাপ ট্রফি উন্মোচন করলেন দীপিকা পাডুকোন

প্রথম ভারতীয় হিসেবে ফিফা ট্রফি উন্মোচন করেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। সুপারস্টার এবং ভারতের সবচেয়ে বড় আন্তর্জাতিক গ্লোবাল অ্যাম্বাসেডর বিশ্বকাপ ট্রফিটিকে একটি বিশেষ ট্রাকে করে লুসাইল স্টেডিয়ামে নিয়ে এটি উন্মোচন করেন।

৬.১৭৫ কেজি ওজনের ট্রফিটি ১৮-ক্যারেট সোনা এবং মালাচাইট দিয়ে তৈরি। ট্রফি উন্মোচনের বিষয়টি প্রাক-ম্যাচ অনুষ্ঠানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।

প্রাক্তন স্প্যানিশ ফুটবলার ইকার ক্যাসিলাস ফার্নান্দেজ ছিলেন দীপিকার সঙ্গে।

একটি সাদা শার্ট, বাদামি ওভারকোট, কালো বেল্ট পরেছিলেন তিনি। এরসঙ্গে একটা প্রাণখোলা হাসি যেন অভিনেত্রীকে আরো মোহময়ী করে তুলেছিল। 

স্টেডিয়ামে লাখ লাখ ক্যামেরার ফ্ল্যাশ জ্বলছিল অভিনেত্রীর দিকেই।

'গোল্ডেন রেসিও অব বিউটি' অনুসারে বিশ্বের সেরা ১০ সুন্দরী মহিলাদের তালিকায় একমাত্র ভারতীয় হওয়ার জন্য দীপিকা পাডুকোনকে এই পদের জন্য ঠিক করা হয়েছে। এ ছাড়াও দীপিকা পাডুকোন একমাত্র ভারতীয় যিনি বিলাসবহুল ব্র্যান্ড এবং এমনকি পপ কালচার ব্র্যান্ডগুলির জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় মুখ হিসাবে পরিচিত।

ডিসেম্বর ১৯, ২০২২

এসবিডি/এবি/

মন্তব্য করুন: