• ঢাকা

  •  বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪

বিনোদন

অস্কারে এবার উপস্থাপনা করবেন দীপিকা পাডুকোন

নিউজ ডেস্ক:

 আপডেট: ০৮:৫১, ৩ মার্চ ২০২৩

অস্কারে এবার উপস্থাপনা করবেন দীপিকা পাডুকোন

অস্কার ২০২৩ এর জন্য দীপিকা পাড়ুকোনকে উপস্থাপক হিসেবে বেছে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) অভিনেত্রী নিজেই সেই খবর ভাগ করে নেন ইনস্টাগ্রামে।

বৃহস্পতিবার রাতেই ঘোষণা করা হয়েছে অস্কার ২০২৩-এ উপস্থাপক হিসেবে দীপিকা পাড়ুকোনের নাম। রাতেই  অভিনেত্রী উপস্থাপকদের নামের একটি তালিকা শেয়ার করেন ইনস্টাগ্রামে।

তালিকায় ডোয়াইন জনসন, মাইকেল বি. জর্ডান, রিজ আহমেদ, এমিলি ব্লান্ট, গ্লেন ক্লোজ, ট্রয় কোটসুর, ডোয়াইন জনসন, জেনিফার কনেলি, স্যামুয়েল এল জ্যাকসন, মেলিসা ম্যাকার্থি, জো সালডানা, ডনি ইয়েন, জোনাথন মেজরস এবং কোয়েস্টলোভও রয়েছেন।

পোস্টটি অভিনেত্রী লিখেছেন, ‘#oscars#oscars95।’ আর নিমেষেই ভাইরাল হয়ে যায় দীপিকার এই পোস্ট। শুভেচ্ছা জানায় অনুরাগীরা।

নেহা ধুপিয়া লেখেন, ‘দীপু তোমাকে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’ 

দীপিকার বোন অনিশা লিখলেন, ‘বুম’।

দীপিকার স্বামী রণবীর সিং মন্তব্য বিভাগে দিয়েছেন হাততালি দেওয়ার ইমোজি।

চলতি বছরের অস্কার অনুষ্ঠিত হবে ডলি থিয়েটারে ১২ মার্চ (বাংলাদেশ ও ভারতের ১৩ মার্চ)।

মার্চ ৩, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: