• ঢাকা

  •  বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪

বিনোদন

প্রেমপর্ব শেষে এবার বিয়ের পিঁড়িতে বসছেন হৃতিক-সাবা

নিউজ ডেস্ক:

 প্রকাশিত: ১৮:০৯, ৩ মার্চ ২০২৩

প্রেমপর্ব শেষে এবার বিয়ের পিঁড়িতে বসছেন হৃতিক-সাবা

এবার হয়তো প্রেমপর্ব শেষ হতে চলেছে। অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন হৃতিক রোশন ও সাবা আজাদ। যদিও কাজের সময়টুকু ছাড়া সব সময়ই একসঙ্গে দেখা যায় যুগলকে। এবার নিজেদের সম্পর্কে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত হৃতিক-সাবা।

প্রথম স্ত্রী সুজানের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘ সময় একাই অভিনেতা। প্রেমের গুঞ্জন অনেক শোনা গেলেও শেষেমেশ হৃতিকের মন বসন্তের পরশ নিয়ে এলো সাবা।

বর্তমানে হৃতিকের জুহুর নতুন ফ্ল্যাটে একত্রেই বসবাস করেন দুজন।

সম্প্রতি বিমানবন্দরে অন্তরঙ্গ মুহূর্তে ধরা দিলেন জুটি। সাবা ছিলেন গাড়িতে। গাড়ি থেকে নামার আগে সাবার ঠোঁটে এঁকে দিলেন উষ্ণ চুম্বন। চোখ বুজে এলো যুগলের। ততক্ষণে অবশ্য আলোকচিত্রীদের লেন্সবন্দি তারা।

তবে যে জল্পনাটা বার বার ফিরে এসেছে তা হলো কবে বিয়ে করছেন হৃতিক-সাবা? সেই জল্পনার অবসান হচ্ছে শিগগিরই। শোনা যাচ্ছে, ২০২৩ সালের নভেম্বরেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তারা।

হৃতিকের সঙ্গে সাবার বয়সের পার্থক্য প্রায় ১২ বছর। জানা যায়, সাবাকে নিয়ে ভীষণ স্পর্শকাতর হৃতিক।  অভিনেতা দুই ছেলের সঙ্গেও মানিয়ে নিয়েছেন সাবা। 

আপাতত অভিনেতার নয়নের মণি হয়ে রয়েছে সাবা। জীবনের নতুন অধ্যায় শুরু পথে অভিনেতা।

মার্চ ৩, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: