গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন অভিনেত্রী বৈভবী
সড়ক দুর্ঘটনায় চলে গেলেন জনপ্রিয় হিন্দি ধারাবাহিক 'সারাভাই ভার্সেস সারাভাই' খ্যাত অভিনেত্রী বৈভবী উপাধ্যায় (Vaibhavi Upadhyay)। মঙ্গলবার (২৩ মে) সকালে মারা যান তিনি।
বৈভবীর হবু স্বামীর সঙ্গে তীর্থন উপত্যকায় বেড়াতে যাওয়ার পথে কুল্লুর বাঞ্জারে দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, একটি বাঁকের মুখে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটে যায় মর্মান্তিক এই দুর্ঘটনা। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
বৈভবী ছিলেন একজন খ্যাতনামা টিভি অভিনেত্রী। অনেক টিভি শোতে কাজ করেছেন তিনি। তবে 'সারাভাই ভার্সেস সারাভাই' সিরিয়ালে জেসমিন-এর ভূমিকায় অভিনয় করে দর্শকদের মন জয় করে নেয়। টিভি শো ছাড়াও বৈভবী দীপিকা পাড়ুকোনের সঙ্গে ছপাক ছবিতেও কাজ করেছেন।
মে ২৪, ২০২৩
এসবিডি/এবি/
মন্তব্য করুন: